Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

২০১৫-১৬  হইতে ২০১৮-১৯ইং আর্থিক সাল পর্যন্ত সময়ে প্রধান অর্জন সমূহ:

 

১। ময়মনসিংহ বন বিভাগে ৮১২.০ হেঃ উডলট বাগান (নতুন) ও ৮৫.০ সিডলিং কি:মি: স্ট্রিপ বাগান, ৮২.০হে: দীর্ঘ মেয়ার্দী ও বন্যপ্রাণী আবাসস্থল প্রকল্পের আওতায় ১৫.০ হে: মিশ্র বনায়ন সৃজন করা হয়েছে। তম্মধ্যে ১২৭.০ হেক্টর উডলট বাগান জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সৃজন করা হয়েছে। ১৮৩৩.০ হেক্টর ২য় আর্বতের উডলট বাগান এবং ১২.০ কি.মি. স্ট্রীপ বাগান ২য় আবর্তের বাগান সৃজন করা হয়েছে।

 

২। সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে ৪০.৭৭৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

 

৩। সামাজিক বনায়নের আওতায় ১২৭৬.০০ হাজার ঘ.ফু:  কাঠ উৎপাদন ও ৪২.৪৪ কোটি টাকা রাজস্ব অর্জন হয়েছে।

 

৪। মধুটিলা ইকোপার্ক, কাদিগড় জাতীয় উদ্যান ও অন্যান্য বনাঞ্চল এলাকায় প্রায় ৯.০৫ লক্ষ জন ভ্রমণকারী তাহাদের চিত্ত মনোরঞ্জনের জন্য ভ্রমণ করেছেন।

 

৫। ১৫টি বিলুপ্ত প্রায় প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে।

 

৬। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় কাদিগড় জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য ইকোট্যুরিজম সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।